দাখিল হয়নি দীপন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৮

আদালত প্রতিবেদক, ঢাকাটাইমস

জাগৃতির প্রকাশক ফয়সল আরেফিন দীপন হত্যা মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য ২৪ অক্টোবর নতুন তারিখ ধার্য করেছে আদালত।

বৃহস্পতিবার প্রতিবেদন দাখিলের দিন ধার্য থাকলেও পুলিশ তা দাখিল না করায় ঢাকা মহানগর হাকিম গোলাম নবী নতুন তারিখ ধার্য করেন।

মামলাটিতে এর আগে তিন আসামি গ্রেপ্তার হয়ে জড়িত থাকার বিষয়ে স্বীকারোক্তি দিয়েছেন।

এরা হলেন, আনসার উল্লাহ বাংলাটিমের সদস্য খায়রুল ইসলাম, আব্দুস সবুর ও মঈনুল হাসান শামীম।

লেখক, ব্লগার, প্রকাশক, ভিন্নমতাবলম্বীসহ অন্তত ১০ জনকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে ২০১৬ সালের মে মাসে আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন ছয় জঙ্গির ছবি প্রকাশ ও পুরস্কার ঘোষণা করে ডিএমপি। ওই ছয়জনের মধ্যে শামীম নাম ছিল।

২০১৫ সালের ৩১ অক্টোবর শাহবাগে আজিজ সুপার মার্কেটে জাগৃতি প্রকাশনার কার্যালয়ের ভেতরে ঢুকে দীপনকে হত্যা করে জঙ্গিরা।

ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/আরজে/এমআর