মুশফিক-মুমিনুলের জোড়া হাফ সেঞ্চুরি

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৮ | আপডেট: ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৯:৪৮

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

বাংলাদেশ ও ক্রিকেট সাউথ আফ্রিকা ইনভাইটেশন ইলেভেনের মধ্যকার তিনদিনের প্রস্তুতি ম্যাচটি শুরু হয়েছে আজ। বেনোনিতে অনুষ্ঠিত ম্যাচটিতে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ দুই উইকেট হারিয়ে ২০২ রান।

মুশফিকুর রহিম এবং মুমিনুল হক ইতোমধ্যে ব্যক্তিগত হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। এই প্রতিবেদন লেখা পর্যন্ত মুমিনুল হক ৬০ রানে ও মুশফিকুর রহিম ৫৭ রান করে অপরাজিত আছেন।

বাংলাদেশ আজ ব্যাটিংয়ে নামার পর ব্যক্তিগত ৫ রান করে রিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছাড়েন ওপেনার তামিম ইকবাল। দলীয় ৮৪ রানে সাজঘরে ফিরেন ইমরুল কায়েস। শন ভন বার্গের বলে আইজ্যাক ডিকগালের হাতে ধরা পড়েন তিনি। ইমরুল কায়েসের ব্যক্তিগত সংগ্রহ ৩৪ রান।

দলীয় ৮২ রানে সাজঘরে ফিরেন ওপেনার সৌম্য সরকার। মিগায়েল প্রিটোরিয়াসের বলে উইকেটরক্ষকের হাতে ধরা পড়েন তিনি। সৌম্য সরকারের ব্যক্তিগত সংগ্রহ ৪৩ রান।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, ইমরুল কায়েস, মুমিনুল হক, মুশফিকুর রহিম (অধিনায়ক), মাহমুদউল্লাহ রিয়াদ, সাব্বির রহমান, লিটন দাস (উইকেটরক্ষক), মেহেদী হাসান মিরাজ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান।

ক্রিকেট সাউথ আফ্রিকা ইনভাইটেশন ইলেভেন: লিউস ডু প্লয়, টিলাদি বোকাকো, ম্যাথু ব্রিৎজকে, শন ভন বার্গ, ম্যাথু ক্রিস্টেনসেন, মাইকেল কোহেন, আইজ্যাক ডিকগালে, জুবাইর হামজা, হেনরিক ক্লাসেন (অধিনায়ক, উইকেটরক্ষক), মিগায়েল প্রিটোরিয়াস, ওকুহলে কেলে।

(ঢাকাটাইমস/২১ সেপ্টেম্বর/এসইউএল)