কাশ্মিরে মন্ত্রীকে লক্ষ্য করে গ্রেনেড হামলা, নিহত ৩

প্রকাশ | ২১ সেপ্টেম্বর ২০১৭, ১৮:২০

আন্তর্জাতিক ডেস্ক, ঢাকাটাইমস

ভারত নিয়ন্ত্রিত জম্মু ও কাশ্মিরের গ্রেনেড হামলায় তিন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন, আহত হয়েছেন ১২ জন নিরাপত্তারক্ষী।

বৃহস্পতিবার সকালে শ্রীনগর থেকে ২৫ কিলোমিটার দক্ষিণে পুলওয়ামা জেলার ত্রালের একটি বাসস্ট্যান্ডে গ্রেনেড বিস্ফোরণ হয়। প্রথমে বাসস্ট্যান্ডে হামলা চালানোর পর একটি পুলিশ পেট্রোল ভ্যানে হামলা চালায় বিচ্ছিন্নতাবাদীরা। এতে তিনজন নিহত এবং গুরুতর আহত হয়েছেন ১২ জন নিরাপত্তরক্ষী।

পুলিশ সূত্রে খবর, বিস্ফোরণের অল্প কিছুক্ষণ আগেই ত্রালের ওই এলাকা দিয়ে গিয়েছিল মন্ত্রী নইম আখতারের কনভয়। ওই কনভয়ই বিচ্ছিন্নতাবাদীদের লক্ষ্য ছিল বলে জানা গিয়েছে। তবে অল্পের জন্য রক্ষা পান তিনি।

সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, বিচ্ছিন্নতাবাদীরা খোঁজে পুরো এলাকা ঘিরে চিরুণী তল্লাশি চালানো হচ্ছে। আহতদের মধ্যে চারজন পুলিশকর্মী ও আটজন আধাসেনাকর্মী রয়েছেন। মৃত তিনজন সম্ভবত কলেজের পড়ুয়া।

সূত্র: আনন্দবাজার পত্রিকা

(ঢাকাটাইমস/২১সেপ্টেম্বর/এসআই)