সুখে থেকো বন্ধু: নেইমারকে রাকিটিস

প্রকাশ | ২২ সেপ্টেম্বর ২০১৭, ১২:৫৭ | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০১৭, ১৩:০৩

ক্রীড়া ডেস্ক, ঢাকাটাইমস

গত ৪ আগস্ট ৫ বছরের চুক্তিতে নেইমারকে দলে ভেড়ায় পিএসজি। সেজন্য বার্সাকে ২২২ মিলিয়ন ইউরো বাই-আউট ক্লজ পরিশোধ করতে হয় ফরাসি ক্লাবকে। প্রায় দেড় মাস পর নেইমারকে স্মরণ করলেন তার সাবেক বার্সা সতীর্থ ইভান রাকিটিস।

বিবিসি স্পোর্টস’কে দেয়া এক সাক্ষাৎকারে ইভান বলেন, ‘নেইমার চলে যাওয়ায় খারাপ লাগছে। আসলে সে দারুণ একজন ফুটবলার। মানুষ হিসেবেও বড় মনের। তার চলে যাওয়া মানতে পারছি না। আমি মনে করছি, সিদ্ধান্তটা মোটেও ইতিবাচক ছিল না। ন্যু ক্যাম্পে তার থাকাটা দরকার ছিল।’

‘কোনো ক্লাব যদি তাকে কিনতে চায় এবং সে যদি যেতে চায়, তাহলে তার চলে যাওয়াকে আমাদের ভালো চোখে দেখা উচিত। শুভকামনা জানানো উচিত। আশা করি নেইমার প্যারিসে অনেক গোল করবেন এবং সুখী হবেন। নেইমারকে ছাড়াই আমাদের এগোতে হবে। নিজেদের আরও বেশি শক্তিশালী হতে হবে।’ অভিমত রাকিটিসের।

উল্লেখ্য, ২০০৯ থেকে ২০১৩ পর্যন্ত সান্তোস দিয়ে শুরু হয় নেইমারের ক্লাব ক্যারিয়ার। এরপর বার্সেলোনার সঙ্গে চুক্তিবদ্ধ হন নেইমার। নেইমার কত টাকায় বার্সায় নাম লেখালেন সেটা প্রথম দিকে প্রকাশ করেনি ক্লাবটি। শুধু বলেছেন, নেইমার বার্সেলোনার সঙ্গে পাঁচ বছরের চুক্তি করেছেন। সেদিন ব্রাজিলীয়ান তারকাকে স্বাগতম জানাতে ন্যু ক্যাম্পে হাজির হয়েছিল রেকর্ড পরিমাণ সাড়ে ৫৬ হাজার দর্শক।

বার্সার জার্সিতে নেইমার গোল করেন একশর বেশি। বার্সেলোনার হয়ে দুটি লা লিগা, তিনটি কোপা দেল রে ও একটি চ্যাম্পিয়নস লিগসহ মোট আটটি শিরোপা ছুঁয়ে দেখেছেন নেইমার। ২০১৫ সালের বর্ষসেরা ফুটবলার হওয়ার লড়াইয়ে লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদোর পাশেই ছিল নেইমারের নাম।

(ঢাকাটাইমস/২২সেপ্টেম্বর/জেইউএম)