চোর সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১০:৫২ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১১:৫০

চুয়াডাঙ্গা প্রতিনিধি, ঢাকাটাইমস

চুয়াডাঙ্গায় গরু চোর সন্দেহে শফিকুল ইসলাম শফি নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে গ্রামবাসী। শনিবার ভোরে জেলার দামুড়হুদা উপজেলার রামননগর গ্রামে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

নিহত শফিকুল ইসলাম শফি দামুড়হুদা উপজেলার কোমড়পুর গ্রামের মৃত সদর মল্লিকের ছেলে। চুয়াডাঙ্গা শহরের বেলগাছি গ্রামে ভাড়া বাড়িতে থাকতেন তিনি।

স্থানীয়রা জানান, শনিবার ভোরে দামুড়হুদা উপজেলার রামননগর গ্রামের গোলাম কিবরিয়ার ছেলে টোকনের হালের বলদ চুরি হয়ে যায়। এরপর থেকেই গ্রামবাসী সংঘবদ্ধ হয়ে গরু খুঁজতে বের হয়।

ভোর সাড়ে ৪টার দিকে চুরি যাওয়া গরুসহ চার যুবককে গোকুলখালী মাঠের মধ্যে দেখতে পেয়ে গ্রামবাসী তাদের ধাওয়া দেয়। এ সময় তিন চোর পালিয়ে যেতে সক্ষম হলেও গ্রামবাসীর হাতে ধরা পড়ে শফিকুল ইসলাম শফি। এরপর ক্ষুব্ধ জনতা গণপিটুনি দিতে দিলে ঘটনাস্থলেই নিহত হয় শফিকুল।

খবর পেয়ে সকাল ৯টার দিকে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতাল মর্গে পাঠায়।

অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল মোমেন জানান, সম্প্রতি গ্রামটিতে বেশ কয়েকজন কৃষকের গরু চুরি যাওয়াতে তারা এমনিতেই ক্ষুব্ধ ছিলেন। শনিবার ভোরে গরুসহ চোর আটক হওয়াতে ক্ষুব্ধ গ্রামবাসী এ ঘটনা ঘটিয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে বলে জানান পুলিশের এই কর্মকর্তা।

(ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/জেডএ)