এমটিসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড পেলেন প্রফেসর মোবাশ্বের আলী

প্রকাশ | ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১১:৩৬ | আপডেট: ২৩ সেপ্টেম্বর ২০১৭, ১১:৪১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
মোবাশ্বের আলীর পুরস্কার গ্রহণ করছেন তার দৌহিত্র নওয়াজিশ মুহাম্মদ আলী।

বাংলা ভাষার গবেষণা, উন্নয়ন এবং ভাষা আন্দোলনে অংশগ্রহণের জন্য ভারতের এমটিসিএ গ্লোবাল অ্যাওয়ার্ড (মরণোত্তর) পেলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সাহিত্য সমালোচক, অনুবাদক ও ভাষা সৈনিক প্রফেসর মোবাশ্বের আলী।

গত মঙ্গলবার মরহুম প্রফেসর মোবাশ্বের আলীকে পুরস্কার দেয়া হয়। ঢাকা স্কুল অব ইকোনোমিক্সের মিলনায়তনে পরিবারের পক্ষ থেকে তার দৌহিত্র নওয়াজিশ মুহাম্মদ আলী পুরস্কার গ্রহণ করেন।

সভায় সভাপতিত্ব করেন ওয়ার্ল্ড ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য প্রফেসর ড. আব্দুল মান্নান চৌধুরী। প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনীতি সমিতির সভাপতি প্রফেসর আশরাফ উদ্দিন চৌধুরী।

পুরস্কার প্রদান উপলক্ষে এমটিসিএ গ্লোবালের প্রেসিডেন্ট, শিক্ষাবিদ, উন্নয়নকর্মী ও সংগঠক প্রফেসর ভোলানাথ দত্ত বলেন, এ ধরনের কৃতি পুরুষকে সম্মানিত করতে পেরে দু দেশের সম্পর্কের বন্ধন আরো জোরালো হবে।

ঢাকাটাইমস/২৩সেপ্টেম্বর/এমআর