তিন শান্তিরক্ষীর মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক

প্রকাশ | ২৪ সেপ্টেম্বর ২০১৭, ২১:০১

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

আফ্রিকার মালিতে পুঁতে রাখা বোমা বিস্ফোরণে তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হওয়ার ঘটনায় শোক জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি নিহতদের আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

এ ছাড়া এই ঘটনায় যারা আহত হয়েছেন তাদের দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী।

আফ্রিকার মালিতে সন্ত্রাসীদের পুতে রাখা বোমা বিস্ফোরণে রবিবার তিন বাংলাদেশি শান্তিরক্ষী নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।

নিহতরা হলেন সার্জেন্ট আলতাফ, ইএমই (দিনাজপুর), ল্যান্স করপোরাল জাকিরুল, আর্টিলারি (নেত্রকোনা), সৈনিক মনোয়ার, ইস্ট বেঙ্গল (বরিশাল)।

আহতরা হলেন মেজর জাদিদ, পদাতিক (ঢাকা), করপোরাল মহিম, পদাতিক (নোয়াখালী), সৈনিক সবুজ, পদাতিক (নওগাঁ) এবং সৈনিক সরোয়ার, পদাতিক (যশোর)। আহতদের গাঁও শহরে উন্নত চিকিৎসার জন্য স্থানান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/২৪সেপ্টেম্বর/টিএ/জেবি)