কুমিল্লায় উৎসবমুখর পরিবেশে চলছে পূজা

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৭:৪৭

কুমিল্লা প্রতিনিধি, ঢাকাটাইমস

 চলতি বছর কুমিল্লার ১৭টি উপজেলার ৭৫১ টি মণ্ডপে উৎসবমুখর পরিবেশে চলছে দুর্গা পূজা। আজ বুধবার সপ্তমী শেষে বৃহস্পতিবার অষ্টমী। এ উপলক্ষে জেলার হিন্দু অধ্যুষিত এলাকাগুলোতে এখন বিরাজ করছে সাজ সাজ রব।

নগর, গ্রাম সর্বত্র ঢাক-ঢোলের শব্দ শোনা যাচ্ছে। মঙ্গলবার রাতে হোমনা উপজেলার পূজা উদযাপন কমিটির সভাপতি চন্দন লাল রায়কে সাথে নিয়ে ঘনিয়ারচর, বাগমারা, হোমনা পোদ্দার পাড়া পূজা মণ্ডপ ও কর্মকার পাড়া পূজা মণ্ডপসহ কয়েকটি পূজা মণ্ডপ পরিদর্শন ও নগদ অর্থ প্রধান করেন আওয়ামী লীগ নেতা এনামুল হক ইমন।

এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষকলীগ সভাপতি মকবুল হোসেন মোল্লা, সেক্রেটারি মো. দুলাল মিয়া, উপজেলা যুবলীগ সভাপতি এসএম আলাল, আসাদপুর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি আবদুল মালেক, সহ-সভাপতি হাফেজ মেম্বার ও সেক্রেটারি আবদুল হক, আসাদপুর ইউনিয়ন কৃষক লীগ সভাপতি মো. হালিম ও সেক্রেটারি মো. দুলালসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগের নেতাকর্মীরা।

এদিকে পূজা মণ্ডপ এলাকাগুলোতে যেকোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে আইনশৃংখলা বাহিনীর সদস্যরা সতর্ক রয়েছেন বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)