পূজায় বেনাপোলে পাঁচ দিন আমদানি-রফতানি বন্ধ

প্রকাশ | ২৭ সেপ্টেম্বর ২০১৭, ১৮:১৩

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ বুধবার সকাল থেকে বেনাপোল বন্দর দিয়ে পাঁচ দিনের জন্য দুই দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য বন্ধ থাকছে।

ভারতের ওপারে পেট্রাপোল বন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট স্টাফ ওয়েল ফেয়ার অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চক্রবর্তী জানান, শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আজ বুধবার ২৭ সেপ্টম্বর সকাল থেকে ভারত ও বাংলাদেশের মধ্যে আগামী ১ লা অক্টোবর পর্যন্ত আমদানি রফতানি বানিজ্য বন্ধ থাকছে। ২ অক্টোবর থেকে ফের আমদানি-রপ্তানি শুরু হবে।

বেনাপোল বন্দরের ডাইরেক্টও আমিনুল ইসলাম জানান, দুই দেশের মধ্যে আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থাকলেও বেনাপোল বন্দরে মালামাল ওঠানামা সহ সব ধরনের কাজকর্ম স্বাভাবিক রযেছে। বিশেষ করে বন্দরে থাকা চালের চালান

আমদানি রফতানি বাণিজ্য বন্ধ থ্কালেও দুই দেশের মধ্যে পাসপোর্ট যাত্রী পারাপার অব্যাহত রয়েছে।

(ঢাকাটাইমস/২৭সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)