তাহিরপুরে ভারতীয় মদ উদ্ধার

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০১৭, ১৯:২৮

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

তাহিরপুর সীমান্তে ৯৬ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে চারাগাঁও বিজিবি ক্যাম্পের সদস্যরা।

বৃহস্পতিবার দুপুর দেড়টায় সীমান্তের মেইন পিলার ১১৯৫/৫ এর নিকট হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যান্তরে গুচ্ছগ্রাম নামক স্থান থেকে এসব উদ্ধার করা হয়।

উদ্ধার মদের মধ্যে সবগুলোই ভারতীয় অফিসার চয়েস মদ। এ সকল মদের বর্তমান বাজার মূল্য ১ লাখ ৪৪ হাজার টাকা বলে জানিয়েছে বিজিবি। এ ঘটনায় কাউকে আজট করতে পারেনি বিজিবি সদস্যরা।

২৮ বর্ডারগার্ড ব্যাটালিয়ানের অধিনায়ক লে. কর্নেল নাসির উদ্দিন আহমেদ পিএসসি বলেন, মামলা দায়ের করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/ইএস)