প্রধানমন্ত্রী জন্মদিনে শ্রীপুরে পথশিশুদের মাঝে খাবার বিতরণ

প্রকাশ | ২৮ সেপ্টেম্বর ২০১৭, ২২:০৮

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

গাজীপুরের শ্রীপুরের কেওয়া গ্রামে বৃহস্পতিবার দুপুর দেড়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিন উপলক্ষে পথশিশুদের স্কুলে শিক্ষা উপকরণ, খাবার বিতরণ, মিলাদ ও দোয়া মাহফিল আয়োজন করেছে গাজীপুর জেলা ছাত্রলীগ।

জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদুল আলম রবিনের উদ্যোগে এ কর্মসূচিতে ছিলেন শ্রীপুর পৌরসভার ৬নং ওয়ার্ড কাউন্সিলর কামরুজ্জামান কামাল, ছাত্রলীগের সাবেক সভাপতি কামাল ফকির, উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাকিবুল হাসান, পৌর ছাত্রলীগের সাধারণ সম্পাদক জাহিদ হাসান রিমন প্রমুখ।

(ঢাকাটাইমস/২৮সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)