রোহিঙ্গা গণহত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন

প্রকাশ | ৩০ সেপ্টেম্বর ২০১৭, ১৫:২৪

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, ঢাকাটাইমস

মিয়ানমার রোহিঙ্গাদের উপর হত্যা ও নির্যাতনের প্রতিবাদে সুজন-সুশাসনের জন্য নাগরিক, ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার উদ্যোগে শনিবার সকালে প্রেসক্লাব প্রাঙ্গণে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

সংগঠনের সভাপতি ডা. আবু সাঈদের সভাপতিত্বে এতে নানা শ্রেণিরপেশার মানুষ অংশ নেন।

পরে এক প্রতিবাদ সমাবেশ হয়। এতে বক্তব্য রাখেন- নারী নেত্রী জেসমিন খানম, আবু হুরায়রাসহ বিশিষ্টজনরা। এছাড়া হিউম্যান রাইটস্ রিভিউ সোসাইটি, জেলা শাখার সভাপতি ইসলাম উদ্দিন দুলালের সভাপতিত্বে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ হয়।

বক্তারা বলেন, দেশের জন্য একবার যুদ্ধ করেছি- মিয়ানমারের নাগরিকদের উপর হত্যা নির্যাতন বন্ধ করার জন্য আবার ও যুদ্ধ করব।

(ঢাকাটাইমস/৩০সেপ্টেম্বর/প্রতিনিধি/এলএ)