মুমিনুলের আঘাতের পর বৃষ্টি, খেলা বন্ধ

প্রকাশ | ০১ অক্টোবর ২০১৭, ১৭:১৭ | আপডেট: ০১ অক্টোবর ২০১৭, ১৭:৫৮

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

বৃষ্টি।সেনউইজ পার্কে বাংলাদেশের হার এড়াতে পারে কেবল বৃষ্টিই। হ্যাঁ, বাংলাদেশকে আশ্বস্ত করে লাঞ্চ বিরতির পর পররই বৃষ্টি শুরু হয়েছে সেখানে। ফলে খেলা আপাতত বন্ধ রয়েছে। খেলা বন্ধ হবার আগে পর্যন্ত দক্ষিণ আফ্রিকার দ্বিতীয় ইনিংসে রান ছিল ৪ উইকেটে ২১২। বাংলাদেশের চেয়ে তারা এগিয়ে ৩৮৮ রানে।

৩ উইকেটে ৪৯৬ রানে প্রথম ইনিংস ঘোষণা করেছিল দক্ষিণ আফ্রিকা। জবাবে প্রথম ইনিংসে ৩২০ রানে অলআউট হয়ে যায় বাংলাদেশ।

তৃতীয় দিনের শেষ এক ঘন্টা খেলা হতে পারেনি আলোর স্বল্পতার কারণে। ২ উইকেটে ৫৪ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে স্বাগতিকরা। আজ চতুর্থ দিনে লাঞ্চের আগে মাত্র এক উইকেট নিতে পেরেছে বাংলাদেশ। ২৮ রানে হাশিম আমলাকে ফেরান মোস্তাফিজ।

৩ উইকেটে ২০৩ রান নিয়ে লাঞ্চে যায় প্রোটিয়ারা। দ্বিতীয় সেশনের শুরুতেই অনিয়মিত বোলার মুমিনুল হকের কল্যাণে আরেকটা উইকেট পায় বাংলাদেশ। ৮১ রানে অধিনায়ক ডু প্লেসিসকে এলবির ফাঁদে ফেলেন মুমিনুল। এরপরই শুরু হয় বৃষ্টি।

(ঢাকাটাইমস/১অক্টোবর/ডিএইচ)