সুনামগঞ্জে অস্ত্রসহ দুই ডাকাত গ্রেপ্তার

প্রকাশ | ০১ অক্টোবর ২০১৭, ১৯:৩৭

সুনামগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

সুনামগঞ্জে অস্ত্রসহ তালিকাভুক্ত আন্তঃজেলা ডাকাত দলের দুই সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রবিবার সকালে র‌্যাব-৯ এর সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের সদস্যরা তাদের গ্রেপ্তার করেন। 

গ্রেপ্তারকৃতরা হলেন- মো. আলাল উদ্দিন (৩৫) ও  মোহাম্মদ আলী (২৮)। 

গ্রেপ্তারকৃতদের বাড়ি তাহিরপুর উপজেলার দক্ষিণ বড়দল ইউনিয়নের পুরানখালাশ গ্রামে।

র‌্যাব জানায়, বিশ^ম্ভপুর থানার চিনাকান্দি মধ্যনগর হতে গোয়ালপুর গামী কাঁচা রাস্তার পার্শ্বে অবস্থিত জনৈক আব্দুল বারিক খানের বাড়ির পশ্চিম পার্শ্ব হতে ১টি বিদেশী রিভলবারসহ তাদের গ্রেপ্তার করা হয়। তাদের থানায় হস্তান্তর করা হয়েছে। 

তাদের বিরুদ্ধে ডাকাতিসহ একাধিক মামলা বিচারাধীন আছে।

সুনামগঞ্জ র‌্যাব লে. কমান্ডার উপ-পরিচালক ফয়সাল আহমেদ এঘটনার সত্যতা নিশ্চিত করেন।

 (ঢাকাটাইমস/০১অক্টোবর/প্রতিনিধি/ ইএস)