বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ নিহত ২

প্রকাশ | ০২ অক্টোবর ২০১৭, ১৫:২০

দিনাজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

দিনাজপুরে বাসের ধাক্কায় ইজিবাইক চালকসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় দিনাজপুর-দশ মাইল মহাসড়ক দুই ঘণ্টা অবরোধ করে রাখে বিক্ষুদ্ধ জনতা। পরে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

দিনাজপুর-রংপুর মহাসড়কের সদর উপজেলা পরিষদের সামনে নয়নপুরে সোমবার সকাল সাড়ে ১০টায় এ দুর্ঘটনা ঘটে বলে  কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেদওয়ানুর রহিম জানিয়েছেন।

নিহতরা হলেন- ইজিবাইক চালক মান্দার আলী ও যাত্রী জাহাঙ্গীর আলম।

মান্দার আলী দিনাজপুর এম.আব্দুর রহিম মেডিকেল কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা আর জাহাঙ্গীর আলমের বাড়ি শংকরপুর এলাকার শুভ্রা এলাকায়।

ওসি বলেন, বাসটি দিনাজপুর থেকে রংপুরের দিকে যাচ্ছিল।পথে চালক নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি ইজিবাইকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ওই বাহনের চালক ও আরোহী নিহত হয়। লাশ দুইটির ময়নাতদন্তের জন্য এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

তিনি বলেন, এ ঘটনার পর বিক্ষুব্ধ জনতা ধাওয়া করে চেহেলগাজী মাজার সড়কে বাসটিকে আটক করে এবং এক ঘণ্টা ওই সড়ক অবরোধ করে বিক্ষোভ করে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করলে যান চলাচল স্বাভাবিক হয়।

(ঢাকাটাইমস/২অক্টোবর/জেডএ)