ভোলায় ইলিশ ধরায় সাত জেলের কারাদণ্ড

প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৭, ১৫:৫৮

ভোলা প্রতিনিধি, ঢাকাটাইমস

ভোলায় নিষিদ্ধ সময়ে ইলিশ মাছ শিকারের দায়ে সাত জেলেকে আটক করেছে কোস্টগার্ড। পরে তাদের মধ্যে পাঁচ জেলেকে দণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।  

মঙ্গলবার সকালে থেকে দুপুর পর্যন্ত মেঘনা নদীতে ভোলা মৎস্য বিভাগ ও কোস্টগার্ড দক্ষিণ জোনের যৌথ অভিযানে পৃথক দুটি অপারশেন দল এদের আটক করে।

এসময় এদের সাথে থাকা একটি বোট ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মৃধা মো. মোজাহিদুল ইসলাম ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে দুই জেলের এক বছর, তিন জেলের এক মাস করে কারাদণ্ড দেন। বাকি দুইজনের বয়স কম থাকায় তাদের ছেড়ে দেয়া হয়।

ভোলা সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. আসাদুজ্জামান আটকের কথা নিশ্চিত করে বলেন, মা-ইলিশ রক্ষায় এ অভিযান অব্যাহত থাকবে।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/প্রতিনিধি/জেবি)