রোহিঙ্গা নিধন বন্ধের দাবিতে জামালপুরে উদীচীর সমাবেশ

প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৭, ১৬:৩৬

জামালপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

রোহিঙ্গা নিধন বন্ধের দাবিতে জামালপুরে শহরে মানববন্ধন করেছে শিল্পীগোষ্ঠী উদীচী।

মঙ্গলবার সকালে শহীদ মিনারের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

ঘণ্টাব্যাপী মানববন্ধনে বক্তব্য রাখেন উদীচী কেন্দ্রীয় কমিটির সহসভাপতি আলী ইমাম দুলাল, মানবাধিকার কর্মী সাংবাদিক জাহাঙ্গীর সেলিম, উদীচী জেলা কমিটির সহসভাপতি সন্তোষ কুমার রাজভর, সাধারণ সম্পাদক পার্থ প্রতিম দে, সহসাধারণ সম্পাদক এহছানুল হাসিব অনিক, জেলা কমিউনিস্ট পার্টির সহসাধারণ সম্পাদক মারুফ আহম্মেদ খান মানিক প্রমূখ।

বক্তারা অবিলম্বে রোহিঙ্গা নিধন বন্ধ ও নিঃশর্তভাবে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গা শরণার্থীদের মায়ানমারে ফিরিয়ে নেয়ার দাবি জানান জাতিসংঘসহ বিশ^ নেতাদের প্রতি। 

মানববন্ধনে জেলার সংস্কৃতি কর্মীসহ নানা শ্রেণি পেশার মানুষ অংশ নেন।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/প্রতিনিধি/ইএস)