শৈলকুপায় ভুয়া চিকিৎসকের ছয় মাসের কারাদণ্ড

প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৭, ১৭:০০

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

ঝিনাইদহের শৈলকুপায় সুকুমার রায় (৫৮) নামের এক ভুয়া চিকিৎসককে ছয় মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সোহেল সুলতান জুলকার নাইন কবীর এ দণ্ডাদেশ প্রদান করেন। দণ্ডিত সুকুমার রায় শৈলকুপা উপজেলা শহরের নগরপাড়ার মৃত ঈশ্বর চন্দ্রের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে শৈলকুপা উপজেলা শহরের চৌরাস্তা মোড়ের জনপ্রিয় নামের ফার্মেসিতে সুকুমার রায় নামের এক ব্যক্তি নিজেকে বিশেষজ্ঞ চিকিৎসক পরিচয় দিয়ে সাধারণ রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে সেখানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে আদালত বসিয়ে মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল আইন ২০১০ এর ২৮ ধারা মোতাবেক তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়। এছাড়াও জনপ্রিয় ফার্মেসির মালিক শরিফুলকেও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/প্রতিনিধি/জেবি)