‘জয়পুরহাটকে অর্থনৈতিক জোন করা হবে’

প্রকাশ | ০৩ অক্টোবর ২০১৭, ১৭:৪১

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাটকে একটি অর্থনৈতিক অঞ্চলে পরিণত করা হবে বলে জানিয়েছেন জয়পুরহাট-২ আসনের সংসদ সদস্য এবং আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আবু সাঈদ আল মাহমুদ স্বপন।

মঙ্গলবার দুপুরে জয়পুরহাট জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির ভাষণে তিনি একথা বলেন।

‘জয়পুরহাট অর্থনৈতিক অঞ্চল’ শীর্ষক এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মো. মোকাম্মেলল হক। এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন পুলিশ সুপার মো. রশিদুল হাসান, জেলা পরিষদের চেয়ারম্যান মো. আরিফুর রহমান রকেট, অতিরিক্ত জেলা প্রশাসক মো. তোফাজ্জল হোসেন প্রমুখ।

এমপি স্বপন বলেন, জয়পুরহাট উত্তরবঙ্গের মধ্যে সবচেয়ে সম্ভাবনাময় জেলা। এ জেলা সবসময় খাদ্য উদ্বৃত্ত জেলা হিসেবে সুনাম অর্জন করেছে। এ জেলাকে অর্থনৈতিক জোন হিসেবে গড়ে তুলতে পারলে বেকার সমস্যা দূরীকরণসহ দেশ আর্থিকভাবে লাভবান হবে।

(ঢাকাটাইমস/০৩অক্টোবর/প্রতিনিধি/জেবি)