পদ্মায় ৮০ কেজি ইলিশ জব্দ, পাঁচ জেলের কারাদণ্ড

প্রকাশ | ০৪ অক্টোবর ২০১৭, ১৪:৪২

বিশেষ প্রতিনিধি (এই সময়), ফরিদপুর

ফরিদপুরের পদ্মা নদীতে অভিযান চালিয়ে ৮০ কেজি ইলিশ মাছ ও ২০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। অভিযানকালে আটক পাঁচ জেলেকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।

জব্দ করা ইলিশ মাছ স্থানীয় এতিমখানায় বিতরণ এবং কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়।

বুধবার ভোর ৫টার দিকে ফরিদপুরের সদরপুর উপজেলার চরবালাশিয়া এলাকার পদ্মা নদীতে এ অভিযান পরিচালনা করা হয়।

দণ্ডপ্রাপ্তরা হলেন- মো. বাহাদুর, দেলোয়ার হোসেন, দনেশ তালুকদার, লাকী মৃধা ও খালিদ হোসেন। এদের বাড়ি মাদারীপুর জেলার শিবচর উপজেলার বিভিন্ন স্থানে।

আদালত সূত্রে জানা গেছে, প্রজনন মৌসুমে সরকারি আদেশে ১ থেকে ২২ অক্টোবর পর্যন্ত সকল প্রকার ইলিশ মাছ শিকারের ওপর নিষেধাজ্ঞা জারি থাকা সত্ত্বেও ওই জেলেরা পদ্মা নদীতে কারেন্ট জাল দিয়ে ইলিশ মাছ শিকার করছিল।

এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকারী নির্বাহী ম্যাজিস্ট্রেট সজল চন্দ্র শীল জানান, ওই পাঁচ জেলেকে কারাদণ্ড দিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।  জব্দ করা ৮০ কেজি ইলিশ মাছ স্থানীয় চারটি এতিমখানায় বিতরণ এবং কারেন্ট জাল পুড়িয়ে ফেলা হয়েছে।

(ঢাকাটাইমস/৪অক্টোবর/এলএ)