নরসিংদীতে জামায়াতের ২৬ নেতাকর্মী গ্রেপ্তার

প্রকাশ | ০৭ অক্টোবর ২০১৭, ২০:৫৩ | আপডেট: ০৭ অক্টোবর ২০১৭, ২১:১৮

নরসিংদী প্রতিনিধি, ঢাকাটাইমস

গোপন বৈঠক করে নাশকতার পরিকল্পনা করছে এমন অভিযোগে জামায়াতে ইসলামীর ২৬ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার দুপুরে মাধবদী থানার বিবিরকান্দি এলাকার ইমন গার্ডেন-এর নির্মাণাধীন কমিউনিটি সেন্টারে বৈঠক চলাকালে তাদের গ্রেপ্তার করা হয়। তারা গোপন বৈঠক করে রাষ্ট্রবিরোধী নাশকতা কর্মকাণ্ড করার পরিকল্পনা করছিল বলে দাবি করেছে পুলিশ। গ্রেপ্তারের পর তাদের সন্ধ্যায় আদালতে পাঠানো হয়।

গ্রেপ্তাররা হলেন- মাধবদী থানার জামায়াতের আমীর মো. আ. জব্বার, নরসিংদী জেলা জামায়াতের সদস্য মো. মোজাম্মেল হক, মো. আ. আজিজ, মো. আ. হান্নান, মো. শফিউদ্দিন, মো. ইব্রাহিম মোল্লা, মো. নজরুল ইসলাম, মো. হানিফ মিয়া, মো. সিদ্দিকুর রহমান, মো. ইসমাইল, মো. জাফর উল্লাহ, খায়রুল ইসলাম, মো. মোয়াজ্জেম হোসেন, মো. মোসলেহ উদ্দিন, নাসির উদ্দিন, মো. কামরুজ্জামান, মো. হেলাল উদ্দিন, মো. হাফিজুর রহমান, মো. কবির হোসেন, মো. ইয়াছিন মিয়া, আ. সাত্তার, মো. ওসমান গণি, মো. সাদেকুর রহমান, মো. নজরুল ইসলাম, মো. বেলায়েত ও মো. মহসিন।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ ইলিয়াস জানান, গ্রেপ্তাররা বিবিরকান্দি এলাকার নির্মাণাধীন কমিউনিটি সেন্টারে নাশকতার পরিকল্পনা করতে গোপন বৈঠক করছিল। এমন সংবাদে সেখান থেকে তাদের গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর তাদের বিশেষ ক্ষমতা আইন মামলায় অদালতে প্রেরণ করা হয়। আদালত তাদের জেলহাজতে প্রেরণ করেছে।

(ঢাকাটাইমস/৭অক্টোবর/প্রতিনিধি/এলএ)