পুলিশি নির্যাতনে আসামি হত্যার অভিযোগ

প্রকাশ | ০৯ অক্টোবর ২০১৭, ১৫:৫৮

জয়পুরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

জয়পুরহাটের কালাই উপজেলার হারুঞ্জা গ্রামে আসামি ধরতে গিয়ে সাইদুর রহমান নামে এক ব্যক্তিকে পুলিশি নির্যাতনে মেরে ফেলার অভিযোগ উঠেছে। সোমবার ভোরে হারুঞ্জা গ্রামে এ ঘটনা ঘটে। 

নিহত সাইদুর রহমান হারঞ্জা গ্রামের কাজেম আলীর ছেলে।

এ ঘটনায় বিক্ষুব্ধ এলকাবাসী কালাই স্বাস্থ্য কমপ্লেক্সে চত্বর ঘেরাও করে বিক্ষোভ করে। পরে পুলিশ এসে পরিস্থিতি স্বাভাবিক করতে রাবার বুলেট ও টিয়ারসেল নিক্ষেপ করে। এতে কমপক্ষে ১০ জন আহত হন।

সহকারী পুলিশ সুপার সাজ্জাদ হোসেন জানান, ভোরে হারঞ্জা গ্রামে এক আসামিকে ধরতে গেলে সাইদুর রহমান পুলিশের সাথে তর্ক-বিতর্কে জড়িয়ে পড়ে এবং পুলিশের উপর হামলা চালায়। এসময় পুলিশ সাইদুরকে মারধর করলে সে মারাত্মক আহত হয়। পরে তাকে কালাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় অভিযুক্ত দুই উপ-পরিদর্শকসহ চারজনকে কর্মস্থল থেকে প্রত্যাহার করা হয়েছে।

(ঢাকাটাইমস/৯অক্টোবর/প্রতিনিধি/এলএ)