বেনাপোলে ১০ পিস সোনার বারসহ যুবক আটক

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৭, ১৭:০০

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস
ফাইল ছবি

ভারতে পাচারকালে বেনাপোলের পুটখালি সীমান্ত থেকে ১০ পিস সোনার বারসহ রিপন হোসেন (১৮) নামে এক যুবককে আটক করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। মঙ্গলবার দুপুরে তাকে আটক করা হয়।

আটক রিপনের বাড়ি খুলনার ডুমুরিয়া উপজেলায়।

২১ বিজিবি ব্যাটালিয়ানের কমান্ডিং অফিসার লে. তারিকুল হাকিম জানান, পুটখালি সীমান্ত দিয়ে বিপুল সোনা ভারতে পাচার হচ্ছে এমন সংবাদ পেয়ে বিজিবি সদস্যরা পাচারের আগেই ওই এলাকায় অভিযান চালিয়ে রিপন হোসেনকে আটক করে। পরে তার দেহ তল্লাশি করে ১০ পিস সোনার বার জব্দ করা হয়। আটক সোনার মূল্য ৫০ লাখ টাকা বলে বিজিবি জানায়।

আটক যুবককে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে। উদ্ধার করা সোনা বেনাপোল কাস্টমস হাউসে জমা দেওয়া হয়েছে।

এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।

ঢাকাটাইমস/১০অক্টোবর/প্রতিনিধি/এমআর