পরিচয় মিলছে না উদ্ধার হওয়া পাঁচ শিশুর

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৭, ১৮:৩২

নিজস্ব প্রতিবেদক, টাঙ্গাইল

পাচার হওয়ার সন্দেহে গোপন সংবাদের ভিত্তিতে পাঁচ শিশুকে উদ্ধার করেছে টাঙ্গাইল জেলা গোয়েন্দা পুলিশ।
সোমবার রাতে শহরের আকুরটাকুর তালতলা এলাকায় অভিযান চালিয়ে শিশুদের উদ্ধার করে। এসময় শিশু পাচারকারী সন্দেহে এক নারীসহ দুইজন আটক করে পুলিশ।

এদিকে উদ্ধার হওয়া পাঁচ শিশু শ্যামা (১২) সঙ্গীতা (১১), কাজল (১০), কৃশান (৪) ও অনলকে (৪) নাম পাওয়া গেলেও পরিচয় পায়নি পুলিশ। পাচারকারী সন্দেহে আটক হওয়া স্বপ্না ভদ্র শিশুদের যে পরিচয় দিচ্ছে পুলিশ তার কোনো মিল পাচ্ছে না।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশোক কুমার সিংহ জানান, গোপন খবরের ভিত্তিতে শহরের তালতলা এলাকার মোহাম্মদ শাজাহানের বাসায় অভিযান চালিয়ে তার ভবনের নিচতলার ভাড়াটিয়া স্বপ্না ভদ্র (৫৭) ও তার ছেলে রানা ভদ্র (২৫) কে আটক করা হয়। এসময় ওই বাসা থেকে কন্যা শিশু শ্যামা,সঙ্গীতা, কাজল, কৃশান ও অনল নামের পাঁচ শিশুকে উদ্ধার করা হয়।

জিজ্ঞাসাবাদকালে স্বপ্না ভদ্র পুলিশকে জানান, উদ্ধার করা শিশুগুলো তার ভাই অসিম কুমার ভৌমিকের সন্তান। অসিম ও তার স্ত্রী ঢাকায় থাকেন এবং মাঝে মধ্যে এসে দেখে যান। পুলিশ অসিম ভৌমিকের সাথে মুঠোফোনে যোগাযোগ করে বাচ্চাদের নিয়ে যেতে বলেন। এসময় অসিম ভৌমিক তার ফোন বন্ধ করে দেন। শিশুরা জানায়, তারা ছোটবেলা থেকেই স্বপ্না ভদ্রর কাছে আছে।

গোয়েন্দা পুলিশের ধারণা উদ্ধারকৃত শিশুদেরকে স্বপ্না ভদ্র অপহরন বা চুরি করে নিজ হেফাজতে এনে পাচারের জন্য তার কাছে রাখতেন।

এ ঘটনায় গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আসাদুজ্জামান টিটু বাদী হয়ে মঙ্গলবার গ্রেপ্তারকৃত স্বপ্না ভদ্র ও তার ছেলে রানা ভদ্রসহ ছয়জনের বিরুদ্ধে ২০১২ সালের মানব পাচার প্রতিরোধ ও দমন আইনে মামলা দায়ের করেছেন। মামলার অপর আসামিরা হচ্ছেন, স্বপ্না ভদ্রের ভাই অসীম কুমার ভৌমিক ও তার স্ত্রী নুপুর ভৌমিক এবং স্বপ্না ভদ্রের দুই মেয়ে রনি ভদ্র ও মনি ভদ্র।

পুলিশ আটককৃত দুজনকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাইবে। উদ্ধারকৃত শিশুদের সমাজ সেবা অধিদপ্তরে হস্তান্তর করা হয়েছে।

(ঢাকাটাইমস/১০অক্টোবর/আরকে/ইএস)