ঘাটাইলের সাগরদিঘী থেকে বোমাসদৃশ বস্তু উদ্ধার

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৭, ১৮:৫০

ঘাটাইল প্রতিনিধি, ঢাকাটাইম

ঘাটাইলের সাগরদিঘী বিট অফিসের পেছন থেকে টাইমবোমা সদৃশ বস্তু উদ্ধার করেছে পুলিশ।

আজ মঙ্গলবার সকালে বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায় পুলিশ।

পুলিশ ও এলাকাবাসী জানায়, সকাল ৬টার দিকে সাগরদিঘী শিশু কানন কিন্ডার গার্টেনের শিক্ষক শওকত মিয়া সাগরদিঘী বিট অফিসের পেছনে তার নিজ বাসা থেকে বের হলে গেটের সামনে টাইমবোমা সদৃশ বস্তুটি দেখতে পান। সাথে সাথেই তিনি বিষয়টি এলাকাবাসী ও সাগরদিঘী তদন্ত কেন্দ্রের পুলিশ প্রশাসনকে অবগত করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সকাল ৮টার দিকে বোমা সদৃশ বস্তুটি উদ্ধার করে তদন্ত কেন্দ্রে নিয়ে যায়। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে বোমা সদৃশ বস্তুটি দেখতে সাধারণ জনগণের ভিড় জমে যায়। প্রত্যক্ষদর্শী জুয়েল চৌধুরী জানান, খবরটি ছড়িয়ে পড়ায় সাধারণ মানুষের মধ্যে ভীতির সৃষ্টি হয়েছে।

ঘাটাইল থানার পরিদর্শক তদন্ত মো. মোশারফ হোসেন জানান, বোমাসদৃশ বস্তুটি উদ্ধার করা হয়েছে। বস্তুটি নিষ্ক্রিয় করার জন্য বালতির পানিতে ডুবিয়ে রাখা হয়েছে। কে বা কারা বস্তুটি রেখে গেছে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

(ঢাকাটাইমস/১০অক্টেবর/প্রতিনিধি/ ইএস)