লংগদুর ক্ষতিগ্রস্তদের ইউএনডিপির আর্থিক সহায়তা

প্রকাশ | ১০ অক্টোবর ২০১৭, ১৯:১৬

রাঙামাটি প্রতিনিধি, ঢাকাটাইমস

রাঙামাটির লংগদুতে অগ্নিসংযোগের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে আর্থিক সহায়তা প্রদান করেছে আর্ন্তজাতিক উন্নয়ন সংস্থা ইউএনডিপি। একই সময় সমাজ কল্যাণ মন্ত্রনালয়ের দেওয়া অর্থগুলো বিতরণ করা হয়।

মঙ্গলবার সকাল ১১ টায় লংগদু উপজেলা পরিষদের মিলনায়তনে এ সহায়তা প্রদান করা হয়। এ সময় সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত ১৭৬ পরিবার প্রতি নগদ ২৪ হাজার টাকা এবং আংশিক ও ভাড়াটিয়া ক্ষতিগ্রস্ত ৩৮ পরিবারকে পরিবার প্রতি ১২ হাজার করে টাকা দেওয়া হয়।

এছাড়া পুড়ে যাওয়া ১০টি দোকানের মালিককে ১০ হাজার করে টাকা দেওয়া হয়। একই সময় সমাজ কল্যাণ মন্ত্রণালয় থেকে ২২৪ পরিবার প্রতি ১১ হাজার ৫০০ টাকা করে দেওয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মানজারুল মান্নান, উপজেলা পরিষদ চেয়ারম্যান তোফাজ্জল হোসেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোসাদ্দেক মেহেদী ইমাম, ইউএনডিপি আঞ্চলিক ব্যবস্থাপক ঐশর্য্য খীসা, ঝুমা দেওয়ান।

জেলা প্রশাসক বলেন, ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণ কাজ শিগগির শুরু হবে। আগামী কয়েক দিনের মধ্যে কাজের টেন্ডার আহবান করা হবে। তবে, দীর্ঘদিন ধরে ক্ষতিগ্রস্তরা টেন্ডারের পরিবর্তে নগদ টাকা দেওয়ার দাবি করে আসছিলেন।

(ঢাকাটাইমস/১০অক্টেবর/প্রতিনিধি/ইএস)