মাদারীপুরে শীর্ষে শেখ হাসিনা উইমেন্স কলেজ

প্রকাশ | ১১ অক্টোবর ২০১৭, ১০:২২

কালকিনি (মাদারীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

চলতি বছরে মেডিকেল ভর্তি পরীক্ষার সাফল্যে মাদারীপুর জেলার শীর্ষে রয়েছে সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন প্রতিষ্ঠিত কালকিনি উপজেলার ঐতিহ্যবাহী ডাসার সরকারি শেখা হাসিনা একাডেমি অ্যান্ড উইমেন্স কলেজ।

এ কলেজ থেকে চারজন শিক্ষার্থী এবারে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজ এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন। যা জেলার সর্বোচ্চ ফলাফল।

উত্তীর্ণ চার শিক্ষার্থী হলেন সুমাইয়া সুলতানা রিয়া (সলিমুল্লাহ মেডিকেল কলেজ), মৌমিতা জামান ইলা (বরিশাল মেডিকেল কলেজ), মোসাম্মাৎ সুমাইয়া (কুমিল্লা মেডিকেল কলেজ) ও সুমাইয়া জান্নাত (কুমিল্লা মেডিকেল কলেজ)।

এ ব্যাপারে জেলার দুইবারের শ্রেষ্ঠ কলেজের অধ্যক্ষ জাকিয়া সুলতানা ঢাকাটাইমসকে বলেন, এই কলেজের প্রতিষ্ঠাতা সাবেক যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলামের অনুপ্রেরণায় আর কর্মরত শিক্ষকদের নিরলস শ্রমের বিনিময় এ সাফল্য অর্জন সম্ভব হয়েছে।

(ঢাকাটাইমস/১১অক্টোবর/প্রতিনিধি/জেবি)