বগুড়ায় উদ্ধার হলো শতকোটি টাকার জায়গা

প্রকাশ | ১৪ অক্টোবর ২০১৭, ২০:২০

বগুড়া প্রতিনিধি, ঢাকাটাইমস

বগুড়ার রাতের আঁধারে দখল হওয়া শতকোটি টাকার সম্পত্তি একদিন পরে উদ্ধার করেছে জেলা প্রশাসন। এতে অনেকটাই স্বস্তি ফিরে পেয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ীরা।

শনিবার বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেট আমিরুল ইসলামের নেতৃত্বে উচ্ছেদ অভিযান চলে।
 
জেলা প্রশাসন জানিয়েছে, অবৈধভাবে দখল করা সম্পত্তিটি অর্পিত সম্পত্তি। অবৈধ দখল উচ্ছেদ করে তা সরকারি হিসাবে জেলা প্রশাসনের তত্বাবধানে নেয়া হয়েছে। অবৈধভাবে মূল্যবান সম্পত্তিটি রাতের আঁধারে দখলের পর থেকে তা শহরের অন্যতম আলোচিত বিষয় হয়ে উঠেেিছলো।

বৃহস্পতিবার মধ্যরাত থেকে শুক্রবার ভোর পর্যন্ত ওই জায়গাটি মারোয়ারি ধর্মশালার নামে দখল করে স্টিলের প্রাচীর দিয়ে ঘিরে দখল করা হয়েছিল। ২৮ শতক পরিমাণ ওই জায়গায় রূপালী ব্যাংক আঞ্চলিক কার্যালয়সহ বেশ কিছু ব্যবসা প্রতিষ্ঠান ছিলো। দখলের কারণে রূপালী ব্যাংক অবরুদ্ধ হয়ে পড়ে।

শনিবার দুপুরে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আমিরুল ইসলামের নেতৃত্বে পরিচালিত উচ্ছেদ অভিযানে সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল হাসান রুমিসহ বিপুল পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

এসময় আতিরিক্ত জেলা প্রশাসক জানান, যারা জায়াগাটি দখল করেছিলো তারা ছিলো অবৈধ। কারণ ওই জায়গার পক্ষে তারা কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেনি। এটি অর্পিত সম্পত্তি।

(ঢাকাটাইমস/১৪অক্টোবর/আরআই/ইএস)