কিশোরগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৭, ১৯:২৭

কিশোরগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

কিশোরগঞ্জে বিশ্ব সাদাছড়ি নিরাপত্তা দিবস পালিত হয়েছে। রবিবার এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও সমাজসেবা অধিদপ্তর ও স্থানীয় স্বেচ্ছাসেবী সংস্থাসমূহ।

‘সাদাছড়ির নিশ্চিত ব্যবহার, এ দিবসের অঙ্গীকার’ এই স্লোগানকে সামনে রেখে সকালে পুরাতন স্টেডিয়াম থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সরকারি শিশু বালিকা সদনে গিয়ে আলোচনা সভায় মিলিত হয়।

আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মো. আজিমুদ্দিন বিশ্বাস।

জেলা সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) তরফদার মো. আক্তার জামীল, অধ্যক্ষ গোলসান আরা, অ্যাডভোকেট আল আমীন প্রমুখ বক্তৃতা করেন।

সভা শেষে উপস্থিত অতিথিরা সাদাছড়ি বিতরণ করা হয়। এ সময় জেলা প্রশাসন,সমাজসেবা অধিদপ্তর ও জেলার বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/জেবি)