নারায়ণগঞ্জে ৩৫ কোটি টাকার কারেন্ট জাল উদ্ধার

প্রকাশ | ১৫ অক্টোবর ২০১৭, ২০:৩২

নারায়ণগঞ্জ প্রতিনিধি, ঢাকাটাইমস

নারায়ণগঞ্জে এক কোটি ৭৭ লাখ মিটার অবৈধ কারেন্ট জাল উদ্ধার করেছে ফতুল্লার পাগলা কোস্ট গার্ড স্টেশন। কোস্ট গার্ডের দাবি এর মূল্য প্রায় ৩৫ কোটি ৪০ লাখ টাকা।

রবিবার রাজধানীর চকবাজার এলাকা থেকে মালিকবিহীন অবস্থায় ওই জাল উদ্ধার করা হয়। পরে দুপুরে সেগুলো আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

কোস্টগার্ড পাগলা স্টেশনের কমান্ডার লেফটেন্যান্ট এম এনায়েত উল্লাহ জানান, পাগলা কোস্ট কার্ড স্টেশনের টিম লিডার লেফটেন্যান্ট সাখাওয়াত কবির, বিএনভিআর ও সাব লেফটেন্যান্ট এম এম আসিফের নেতৃত্বে রবিবার ভোর ৬টায় রাজধানীর চকবাজার থানাধীন চক মোগলটুলী ও ছোট কাঠরা এলাকায় অভিযান চালানো হয়।

অভিযানে মালিকবিহীন অবস্থায় এক কোটি ৭৭ লাখ মিটার অবৈধ নতুন কারেন্ট জাল জব্দ করে। জব্দকৃত অবৈধ নতুন কারেন্ট জালের আনুমানিক মূল্য ৩৫ কোটি ৪০ লাখ টাকা।

পরবর্তী সময়ে জব্দকৃত অবৈধ কারেন্ট জালগুলো আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঢাকা জেলা মৎস্য কর্মকর্তা সৈয়দ মো. আলমগীরের কাছে হস্তান্তর করা হয়। হস্তান্তরকৃত কারেন্ট জাল দুপুর ১টায় ঢাকা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদের উপস্থিতিতে পুড়িয়ে বিনষ্ট করা হয়।

(ঢাকাটাইমস/১৫অক্টোবর/প্রতিনিধি/জেবি)