লিটন স্পেশালিস্ট ব্যাটসম্যান, কিপিংয়ে মুশফিক!

প্রকাশ | ১৮ অক্টোবর ২০১৭, ১৫:৪০

ক্রীড়া প্রতিবেকদক, ঢাকাটাইমস

লিটন কুমার দাস স্পেশালিস্ট ব্যাটসম্যান, আর উইকেট কিপিংয়ে মুশফিক! এভাবেই একাদশ সাজিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ! লিটনের না মুশফিকের- প্রমোশন কার হলো বুঝা গেল না!

দল ভালো না করলে খেলোয়াড়দের উপর তো বটেই, চাপ বাড়ে টিম ম্যানেজমেন্টর উপরও।সেটাই কী হয়েছে তাহলে! নাকি অন্য কোনো ঘটনা?

পার্লে দ্বিতীয় ওয়ানডেতে মুশফিকের খেলা নিয়েই ছিল অনিশ্চিয়তা। প্রথম ম্যাচে অপরাজিত ১১০ রান করার পথে মাংশপেশীতে টান পড়েছিল তার। যে কারণে ওই ম্যাচে ফিল্ডিংও করেননি তিনি।

মনে করা হয়েছিল, মুশফিক যদি আজ শেষমেশ খেলেনও তাহলে খেলবেন স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে। কারণ প্রথম ম্যাচে ছোটখাটো ইনজুরির ধকল তার শরীরে। দক্ষিণ আফ্রিকা সফরে টানা উইকেট কিপিংয়ের দায়িত্ব পালন করছেন লিটন কুমার দাস। এ ম্যাচেও তো তার কিপিং করার কথা।

কিন্তু লিটন কুমার দাস খেলছেন স্পেশালিস্ট ব্যাটসম্যান হিসেবে। তাহলে কী কিপিং করার মতো ফিট নন লিটন? নাকি মুশফিকের চাওয়াতেই এটা হয়েছে? উইকেট কিপিং খুবই পছন্দ মুশফিকের। কিন্তু মুশফিকের সেই চাওয়া টিম ম্যানেজমেন্ট মূল্য দেয়নি। লিটনকে দিয়ে টানা কিপিং করানো হয়েছে।পার্লে দ্বিতীয় ওয়ানডেতে কেন মুশফিককে কিপিংয়ে ফিরিয়ে আনা হলো সেটা আপাতত রহস্য।

(ঢাকাটাইমস/১৮অক্টোবর/ডিএইচ)