২১ হাজার ইয়াবা ও মাদকসহ নারী আটক

প্রকাশ | ১৯ অক্টোবর ২০১৭, ১৭:৩৫

ভৈরব প্রতিনিধি, ঢাকাটাইমস

ব্রা‏হ্মণবাড়ীয়ার বাঞ্ছারামপুর উপজেলায় অভিযান চালিয়ে ২১ হাজার ৩০০ পিস ইয়াবা ও অন্যান্য মাদকসহ এক নারীকে আটক করেছে ভৈরব র‌্যাব ক্যাম্পের সদস্যরা। তার নাম মনোয়ারা বেগম (৬০)। 

বুধবার গভীর রাতে মরিচাকান্দি গ্রামের ‘মাদক বিক্রেতা’ হোসেন মিয়ার বাড়ি থেকে তাকে আটক করা হয়।

আটক মনোয়ারার স্বামীর নাম হোসেন মিয়া। এসময় ৪৩ বোতল ফেনসিডিল, ৭ বোতল বিয়ার, দুই কেজি গাজাঁ, ৯টি মোবাইল সেটসহ মাদক বিক্রির ২৬হাজার টাকাও উদ্ধার করে র‌্যাব।

অভিযানের নেতৃত্ব দেয় ভৈরব র‌্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার মেজর শেখ নাজমুল আরেফিন পরাগ ও স্কোয়াড কমান্ডার এএসপি জুয়েল চাকমা।

ঘটনার সময় অভিযানের খবর পেয়ে মনোয়ারার ছেলে সবুজ মিয়া (৩০) ও রুবেল মিয়া কৌশলে পালিয়ে যায়।

র‌্যাব জানায় উদ্ধারকৃত মাদকদ্রব্যের মূল্য প্রায় ৮৬ লাখ টাকা। আটককৃত নারীকে আজ বৃহস্পতিবার ভোরে ভৈরব এনে দুপুরে প্রেস ব্রেফিং করেন ভৈরব র‌্যাব ক্যাম্পের সদস্যরা। 

এ ব্যাপারে বাঞ্ছারামপুর থানায় একটি মামলা দায়ের প্রস্তুতি চলছে বলে জানায় র‌্যাব।

(ঢাকাটাইমস/১৯অক্টোবর/প্রতিনিধি/ইএস)