নারায়ণগঞ্জে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ চার

প্রকাশ | ২০ অক্টোবর ২০১৭, ১২:১৯ | আপডেট: ২০ অক্টোবর ২০১৭, ১২:২০

নিজস্ব প্রতিবেদক,ঢাকাটাইমস

নারায়ণগঞ্জের বন্দরের জাহাজ কারখানায় গ্যাসের সিলিন্ডার বিস্ফোরণে চার শ্রমিক দগ্ধ হয়েছেন। এরা হলেন- হাতিম (৪০), কবির (৩৫), বেল্লাল (৪০) ও সোহরাব (২০)।

শুক্রবার সকালে এই দুর্ঘটনা ঘটে। দগ্ধদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়েছে। দগ্ধ চারজনই খন্দকার ডকইয়ার্ডের শ্রমিক বলে জানা গেছে।

খন্দকার ডকইয়ার্ডের কর্মী আবদুল হাফিজ মিয়া বলেন, সকাল সাড়ে আটটার দিকে গ্যাসের সিলিন্ডারের মুখ খোলার সময়ে প্রচণ্ড শব্দে বিস্ফোরিত হয়। এতে ওই চারজন দগ্ধ হয়। পরে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক বাচ্চু মিয়া বলেন, দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন সেখানকার কর্তব্যরত চিকিৎসক। তারা বার্ন ইউনিটের অভজারভেশন ওয়ার্ডে চিকিৎসাধীন রয়েছে।

ঢাকাটাইমস/২০অক্টোবর/এএ/এমআর