রাজশাহীতে রোহিঙ্গা যুবক আটক

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৭, ১৪:২৭

রাজশাহী ব্যুরো, ঢাকাটাইমস

রাজশাহী মহানগরীর মেহেরচন্ডি মধ্যপাড়া এলাকা থেকে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়েছে। তার নাম তৌসিফ আহমেদ। তৌসিফ পুলিশকে জানিয়েছেন, তার বাড়ি মিয়ানমার।

নগরীর বোয়ালিয়া থানার কর্তব্যরত অফিসার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) নাসরিন আক্তার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, শনিবার সকালে মেহেরচন্ডি এলাকায় ওই যুবক বৃষ্টিতে ভিজছিল স্থানীয় লোকজন তার সঙ্গে কথা বলতে গেলে তিনি নিজেকে মিয়ানমারের নাগরিক বলে দাবি করেন। পরে স্থানীয়রা থানায় খবর দেন। এরপর পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে যায়।

পুলিশ জানিয়েছে, তৌসিফের ভাষা তেমন বোঝা যাচ্ছে না। তবে জিজ্ঞাসাবাদ করে তার ব্যাপারে বিস্তারিত জানার চেষ্টা চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী।

বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ বলেন, রোহিঙ্গা যুবক আটকের বিষয়টি তিনি শুনেছেন। তবে তিনি বাইরে থাকায় এ ব্যাপারে বিস্তারিত কিছু বলতে পারছেন না। থানায় গিয়ে এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

ঢাকাটাইমস/২১অক্টোবর/আরআর/এমআর