প্রেমের ফাঁদে ফেলে শিক্ষার্থীকে ভারতে পাচার: যুবক আটক

প্রকাশ | ২১ অক্টোবর ২০১৭, ২৩:২২

পিরোজপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

পিরোজপুরের নাজিরপুরে প্রেমের ফাঁদে ফেলে এক কলেজছাত্রীকে ভারতে পাচারের অভিযোগে আদালতে মামলা দায়ের করা হয়েছে। গত ১১ অক্টোবর ওই কলেজছাত্রীর বড় ভাই নয়ন শেখ ৫ জনের নাম উল্লেখ করে মানব পাচার অপরাধ দমন ট্রাইব্যুনাল আদালত পিরোজপুরে এ মামলা দায়ের করেন। আদালত বাদীর অভিযোগ এফআইআর হিসেবে গ্রহণ করে আগামী ২৭ নভেম্বর প্রতিবেদন দাখিলের জন্য নাজিরপুর থানার অফিসার ইনচার্জকে নির্দেশ প্রদান করেন। পুলিশ সুপার পিরোজপুরের মাধ্যমে আদালতের আদেশ প্রাপ্ত হয়ে গতকাল শুক্রবার থানায় মামলা রুজু হয়। ওই দিন রাতেই পাচারকারী দীপক কুমার বসুকে গ্রেপ্তার করে পুলিশ। আজ ২১ অক্টোবর (শনিবার) সাত দিনের রিমান্ড চেয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।

মামলা সূত্রে জানা যায়, উপজেলার শাখারীকাঠী গ্রামের মৃত মাহমুদ শেখের মেয়ে ও ঢাকার মিরপুর বাংলা কলেজের  ছাত্রী মরিয়মকে (২৫) একই গ্রামের দীপক কুমার বসুর ছেলে গোপাল বসু প্রেমের ফাঁদে ফেলে ফুসলিয়ে গত ১৭ জুলাই বিকেলে বাড়ি থেকে ডেকে নেয়। পরবর্তীতে গোপাল বসু আসামি দীপক বসু, নমিতা বসু, দেবাশীষ বসু ও বিপুল মিস্ত্রীর সহায়তায় মরিয়মকে চাকরির প্রলোভন দেখিয়ে ভারতে পাচার করে।

ওই কলেজ ছাত্রীকে ভারতের কোনো পতিতালয়ে যৌনদাসী হিসেবে ব্যবহার করা হতে পারে বলে দাবী করে মামলার বাদী নয়ন শেখ বলেন, আসামি দীপক কুমার বসু ও গোপাল বসু ইতিপূর্বে চাকরির প্রলোভন দেখিয়ে অনেক মেয়েকে ভারতে পাচার করেছে। সেখানে নিয়ে তাদের বিভিন্ন পতিতালয়ে যৌনদাসী হিসেবে ব্যবহার করা হয়েছে। এ ঘটনা জানতে পেরে আমার বোন মরিয়মকে ফিরিয়ে দেয়ার জন্য বলা হলে আমার বোন গোপাল বসুর সাথে ভারতে ভালো আছে বলে জানান দীপক বসু। পরে বাধ্য হয়ে আমরা আইনের আশ্রয় নিয়েছি।

মামলার তদন্তকারী কর্মকর্তা নাজিরপুর থানার উপ-পুলিশ পরিদর্শক হারুন অর রশিদ বলেন, মামলা রুজুর পরপরই আসামি দীপক বসুকে গ্রেফতার করা হয়েছে। তাকে ৭দিনের রিমান্ড চেয়ে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। অপর আসামিদের গ্রেফতারসহ ভিকটিম উদ্ধারের জন্য পুলিশি তৎপরতা অব্যহত রয়েছে।

(ঢাকাটাইমস/২১অক্টোবর/প্রতিনিধি/ইএস)