দেশে হিরো মোটরসাইকেলের দাম কমলো

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৭, ১৩:৪৬ | আপডেট: ২২ অক্টোবর ২০১৭, ১৩:৫৩

অটোমোবাইল প্রতিবেদক, ঢাকাটাইমস

প্রকৃতিতে চলছে শরৎ। শরতের এই শুভ্রতায় দেশের বাজারে হিরো মোটরসাইকেলের দাম কমালো এর পরিবশেক নিলয় মোর্টস লিমিটেড।

এখন থেকে পরবর্তী ঘোষণা না দেয়া পর্যন্ত পাঁচটি মডেলের মোটরসাইকেল হ্রাসকৃত মূল্যে কেনা যাবে। এছাড়াও কিস্তি সুবিধা নিয়েও হিরোর মোটরসাইকেল কেনার সুযোগ রয়েছে।

হিরো গ্লামার ডিস্ক-সেলফ সম্বলিত এই বাইকটির পূর্বের দাম ছিল ১ লাখ ৩১ হাজার ১০০ টাকা। এটি এখন মিলছে ১ লাখ ২৪ হাজার ৯৯০ টাকায়। অন্যদিকে তারুণের ক্রেজ হিরো হাঙ্গ ডিস্ক-সেলফ স্টার্টার সমৃদ্ধ বাইকটি ১ লাখ ৬৯ হাজার টাকা থেকে কমিয়ে ১ লাখ ৫৯ হাজার ৯৯০ টাকায় বিক্রি হচ্ছে।

সেলফ স্টার্টার ও অ্যালয় রিমের বাইক হিরো স্প্লেন্ডর প্লাস এখন বিক্রি হচ্ছে ১ লাখ ১ হাজার ৯৯০ টাকায়। এই বাইকটির পূর্বের মূল্য ছিল ১ লাখ ৮ হাজার ১০০ টাকা।

অন্যদিকে স্মার্ট ফিচার সমৃদ্ধ বাইক হিরো আইস্মার্ট বাইকটির দাম ১ লাখ ২১ হাজার ১০০ টাকা থেকে কমে এখন বিক্রি হচ্ছে ১ লাখ ১৪ হাজার ৯৯০ টাকায়।

এছাড়াও সেলফ স্টার্ট সমৃদ্ধ এইচএফ ডিলাক্স বাইকটি এখন পাওয়া যাচ্ছে ১ লাখ ৯৯০ টাকায়। এই বাইকটির পূর্বমূল্য ছিল ১ লাখ ৭ হাজার ১০০ টাকা।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এজেড)