ঢাকায় চলছে আন্তর্জাতিক এডুকেশন এক্সপো

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৭, ১৪:৪৪

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

ঢাকায় চলছে আন্তর্জাতিক এডুকেশন এক্সপো। ঢাকার ফার্মগেটের কৃষিবিদ ইনস্টিটিউটে আজ এই এক্সপোর উদ্বোধন করা হয়। প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা পর্যন্ত আয়োজিত এই প্রদর্শনী চলবে আগামীকাল পর্যন্ত। এতে বিনামূল্যে প্রবেশ করা যাবে। প্রিমিয়াম ব্যাংকের পৃষ্ঠপোষকতায় এর আয়োজন করা হয়।

সকালে প্রদর্শনীর উদ্বোধন করেন প্রিমিয়ার ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সিইও খন্দকার ফজলে রশিদ। এসময় তিনি বলেন, দেশের সর্ব বৃহৎ এডুকেশন এক্সপোতে অংশীদার হতে পেরে প্রিমিয়ার ব্যাংক গর্বিত। ভবিষ্যতে এমন মহৎ আয়োজনে প্রিমিয়াম ব্যাংক পাশে থাকবে।

দেশের স্বনামধন্য সব এডুকেশন কনসালটেন্ট এজেন্সি এক্সপোতে অংশ নিয়েছে।

এডুকেশন এক্সপোর সদস্য সচিব মো. মোখলেসুর রহমান জানান, এই প্রদর্শনীতে শিক্ষার্থী, শিক্ষক ও অভিভাবকরা অংশ নিয়ে বিশ্বের খ্যাতনামা বিশ্ববিদ্যালয় সমূহের প্রতিনিধির সাথে কথা বলার সুযোগ, স্পট এডমিশন, সার্ভিসের উপর বিশেষ ছাড়, ফাইল ওপেনিং এ আকর্ষণীয় গিফট পাবেন। প্রদর্শনীতের ছাত্র, শিক্ষক, অভিভাবকরা অংশ নিচ্ছেন বলেও জানালেন তিনি।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/এজেড)