প্রশিক্ষণে অংশ নিতে বিএসএফের ২৬ সদস্য বাংলাদেশে

প্রকাশ | ২২ অক্টোবর ২০১৭, ১৬:৩৮

বেনাপোল প্রতিনিধি, ঢাকাটাইমস

সীমান্ত নিরাপত্তাব্যবস্থা জোরদার করতে বর্ডার কন্ট্রোল ম্যানেজমেন্ট'র যৌথ উন্নত প্রশিক্ষণে অংশগ্রহণ করতে রবিবার দুপুরে ২৬ সদস্যের বিএসএফের একটি প্রতিনিধি দল যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশে এসেছে।

বিএসএফের ২৬ সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দিচ্ছেন ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের কমান্ডিং অফিসার প্রদীপ কুমার নাথ।

চট্টগ্রামের বাইতুল ইজ্জত বিজিবি ট্রেনিং সেন্টারে দুই সপ্তাহব্যাপী বিজিবি-বিএসএফ'র যৌথ সীমান্ত প্রশিক্ষণে অংশ নেবেন তারা।

বিএসএফের প্রতিনিধি দলটি বেনাপোল চেকপোস্ট নোম্যান্সল্যান্ডে পৌঁছালে যশোর ৪৯ বিজিবি' র অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক তাদেরকে ফুল দিয়ে অভ্যর্থনা জানান।

বেনাপোল আইসিপি ক্যাম্পের কমান্ডার সুবেদার আব্দুল ওয়াহাব জানান, দুই দেশের সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করতে আরও উন্নত প্রশিক্ষণের জন্য প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছেন। 

বিজিবি সূত্রে জানা যায়, সীমান্তে বিজিবি-বিএসএফের যৌথ টহল ব্যবস্থাকে আরও উন্নত করতে ‘বর্ডার ম্যানেজমেন্ট’ নামে একটি প্রশিক্ষণ কোর্সে অংশ নিতে বিএসএফের ২৬ সদস্যের প্রতিনিধি দলটি বাংলাদেশে এসেছে। এখানে দুই দেশের সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সু-সম্পর্ক বজায় রেখে কীভাবে মাদক, অস্ত্র, অবৈধ অনুপ্রবেশ, নারী ও শিশু পাচার বন্ধ করা যায় সে লক্ষ্যে উভয় দেশের সীমান্তরক্ষীদের আরও উন্নত প্রশিক্ষণ দেয়া হবে। দুই সপ্তাহব্যাপী এই যৌথ প্রশিক্ষণ শেষে বিএসএফ প্রতিনিধি দলটি বেনাপোল দিয়ে দেশে ফিরে যাবে বলে জানান সুবেদার ওয়াহাব।

(ঢাকাটাইমস/২২অক্টোবর/প্রতিনিধি/জেবি)