তবুও বাংলাদেশকে সমীহ করছে প্রোটিয়ারা

প্রকাশ | ২৩ অক্টোবর ২০১৭, ০৯:২৯

ক্রীড়া প্রতিবেদক, ঢাকাটাইমস

টেস্ট, ওয়ানডেতে বাংলাদেশকে বেশ বাজেভাবে পরাজিত করল দক্ষিণ আফ্রিকা। এবার পালা টি-টোয়েন্টি। রীতিমত উড়তে থাকলেও, চার-ছক্কার লড়াইয়ে বাংলাদেশকে সমীহ করছেন প্রোটিয়ার। ওয়ানডেতে ঝকঝকে পারফর্ম করা ডি কক বলেছেন, ‘টি-টুয়েন্টিতে বাংলাদেশ শক্তিশালী দল। দেখা যাক, কি হয়।’

বাংলাদেশের বিপক্ষে ক্যারিয়ারের দারুণ একটা সিরিজ পার করেছেন ডি কক। ‘বল খুব দারুণভাবে ব্যাটে আসছিলো। ইংল্যান্ডের সাথে সিরিজে ভালো করিনি। এখানে ভালো খেলতে পারলাম। যদিও সব উইকেট একইরকম ছিল। প্রথম ম্যাচের ১৬৮ যদিও আমার একটু বেশি প্রিয়।’

হাশিম আমলাকে বিশ্রামে রেখে বাংলাদেশের বিপক্ষে শেষ ওয়ানডেতে নামে দক্ষিণ আফ্রিকা। আমলার বদলে ডি কক সঙ্গী হিসেব পান বাভুমাকে। তাকে পেয়ে খুশি কক। ‘টেম্বাকে ওপেনিংয়ে পেয়ে ভালোই হয়েছে। সে আমাকে ভালো খেলতে সহযোগিতা করেছে। সে সত্যিই দারুণ খেলেছে। আমাদের দুজনের ফিফটি হলে ভালো হতো। ’

পুরো সিরিজে ২৮৭ রান করেছেন দক্ষিণ আফ্রিকার ডি কক। প্রথম ওয়ানডেতে ১৬৮ করার পর দ্বিতীয় ওয়ানডেতেও ৪৬ রান করেন তিনি। আর শেষ ওয়ানডেতে দলকে উপহার দেন ৭৩ রানের ইনিংস।

প্রসঙ্গত, প্রথম টি-টোয়েন্টি ২৬ অক্টোবর, ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় রাত ১০টায়। আর দ্বিতীয় টি-টোয়েন্টি ২৯ অক্টোবর, ম্যাচ শুরু হবে বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৩০টায়।

(ঢাকাটাইমস/২৩অক্টোবর/জেইউএম)