রংপুরে পুলিশি বাধায় যুবদল-ছাত্রদলের মিছিল পণ্ড

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৭, ১৮:২৫

ব্যুরো প্রধান, রংপুর

পুলিশি বাধায় পণ্ড হয়ে গেছে রংপুর জেলা ও মহানগর যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের মিছিল। ফলে দলীয় কার্যালয় থেকে প্রধান সড়ক পর্যন্ত পৌঁছতে পারেনি। পরে সেখানেই সমাবেশ করেন তারা।

বিএনপি সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে মঙ্গলবার এই কর্মসূচি পালিত হয়।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, তারেক রহমানকে রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখতে সরকার যে ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। সরকারের এই ষড়যন্ত্র এদেশের গণতন্ত্রকামী মানুষ শক্ত হাতে রুখে দেবে।

এসময় বক্তারা অবিলম্বে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা প্রত্যাহার করার জন্য আহ্বান। নইলে দুর্বার আন্দোলনের মাধ্যমে রংপুর বিভাগ অচল করে দেয়ার হুঁশিয়ারি উচ্চারণ করেন তারা। 

সমাবেশে মহানগর যুবদলের সভাপতি অ্যাডভোকেট মাহফুজ উন নবী ডনের সভাপতিত্বে সিনিয়র সহ-সভাপতি নুরুন্নবী চৌধুরী মিলন, সেক্রেটারি লিটন পারভেজ, সাংগঠনিক সম্পাদক জহির আলম নয়ন, জেলা যুবদলের সভাপতি নাজমুল আলম নাজুর সভাপতিত্বে সাধারণ সম্পাদক সামসুল হক ঝন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক শাহ জিল্লুর রহমান।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/আরআই/এলএ)