শেখ ফজিলাতুন্নেছায় ফ্রি চিকিৎসা পেয়ে খুশি রোগীরা

প্রকাশ | ২৪ অক্টোবর ২০১৭, ২০:৩৯

ইমতিয়াজ উল ইসলাম, ঢাকাটাইমস

গাজীপুরের কাশিমপুরস্থ তেঁতুইবাড়ী এলাকায় অবস্থিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে বিশেষায়িত হাসপাতালটি প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে নানামুখি চিকিৎসা সেবা দিয়ে ইতোমধ্যে মন কেড়েছে হাজারো মানুষের। গাজীপুর জেলা ও সাভার উপজেলার সীমান্তবর্তী এলাকায় হাসপাতালটি অবস্থিত হওয়ায় প্রতিদিন শত শত রোগী এখান থেকে চিকিৎসা সেবা নিয়ে থাকেন। এর আগে চিকিৎসা সেবার জন্য এই দুই অঞ্চলের মানুষকে রোগ নিয়ে দৌড়াতে হতো অনেক দূর।

উন্নত চিকিৎসা সেবার ব্রত নিয়ে প্রতিষ্ঠিত হওয়া হাসপাতালটি সাধারণ মানুষদের ফ্রি হার্ট ক্যাম্পেইনের মাধ্যমে চিকিৎসা সেবা প্রদান করে আবারো দৃষ্টান্ত স্থাপন করলো। পূর্ব ঘোষিত নানা প্রচারণার মধ্যে দিয়েই মঙ্গলবার সকাল থেকেই বঙ্গবন্ধু কণ্যার একাগ্র প্রচেষ্টায় নির্মিত শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে বিনামূল্যে হৃদরোগের চিকিৎসা নিতে ভিড় জমায় শত শত মানুষ।

সকালে চিকিৎসা সেবা প্রদান শুরু হলেও দুপুরে প্রধান অতিথি হিসেবে ফিতা কেটে ক্যাম্পের উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাছিম। তবে বিকাল ৫টা পর্যন্ত চলে ক্যাম্পেইন সেবা।

এসময় চিকিৎসা নিতে আসা আশুলিয়ার বিশমাইল এলাকার কাজী মাহবুব নামে পঞ্চাশ বছর বয়সী এক ব্যক্তি জানান, বুকে ব্যথা ও শ্বাসকষ্টজনিত সমস্যার কারণে তিনি শেখ ফজিলাতুন্নেছা মুজিব মেমোরিয়াল কেপিজে হাসপাতালে চিকিৎসা নিতে এসেছেন। তবে এত যত্ন সহকারে ফ্রি চিকিৎসা সেবা প্রদান করার দৃশ্য তার এর আগে কখনো চোখে পড়েনি।

হাবিবুর রহমান নামে আগত আরেক রোগী ঢাকাটাইমসকে বলেন, মাইকিংয়ের মাধ্যমে তিনি জানতে পেরেছেন আজ এই হাসপাতালে ফ্রি হার্টের চিকিৎসা করবেন নামিদামি সব চিকিৎসকরা। তাই সকাল বেলা এসে হার্ট ক্যাম্পেইন বুথে নিজের নাম ঠিকানা দিয়ে রেজিস্ট্রেশন করিয়েছেন। এরপর চিকিৎসক তাকে অত্যন্ত যত্নসহকারে পর্যবেক্ষণ করেন। ফ্রিতেই করানো হয় ইসিজি ও প্রদান করা হয় ওষুধ। এধরনের চিকিৎসা সেবা পেয়ে তিনি সত্যিই অভিভূত।

চক্রবর্তী এলাকার ফোরকান উদ্দিন জানান, প্রথমে এসে অনেক মানুষকে রেজিস্ট্রেশন করতে দেখে তিনি সঠিক চিকিৎসা সেবা পাবেন কি না এ নিয়ে হতাশ ছিলেন! কিন্তু এখানে যে ক্যাম্পেইন বুথ আছে সেখানে অত্যন্ত শৃঙ্খলার সাথে তিনি নিজের নাম নিবন্ধন করিয়েছেন।

তিনি আরও বলেন, আমার দৌড়ালে ও ভারি কাজ করলে শ্বাস-প্রশ্বাসের সমস্যা হত। বুকে ব্যথা করতো। এখানে দেশি বিদেশি অনেক ভালো মানের চিকিৎসকরা রোগী দেখেন অল্প খরচে। এর আগেও তিনি আসতে চেয়েছিলেন। তবে পরবর্তী সময়ে তাদের এলাকায় আজকের ক্যাম্পেইন সম্বন্ধে হাসপাতালের লোকজন লিফলেট বিলি করতে গেলেই তিনি জানতে পারেন। তাই আজকের সুযোগটি তিনি হাতছাড়া করতে চাননি।

পল্লীবিদ্যুৎ এলাকার চা দোকানি নজরুল ইসলাম বুকের ব্যথা নিয়ে এসেছেন এই হাসপাতালে ফ্রি হার্ট চেকআপ করাতে। অনেক দিন ধরে হৃদরোগ জনিত সমস্যা নিয়ে ভুগলেও তিনি দারিদ্রতার কারণে তিনি ভালো চিকিৎসক দেখাতে পারেননি। কিন্তু আজ এখানে এসে সম্পূর্ণ বিনা খরচে চিকিৎসকের পর্যবেক্ষণ ও চেকআপ করাতে পেরে ভীষণ খুশি তিনি। তবে ভবিষ্যতেও আরো দীর্ঘ মেয়াদে যাতে এধরনের সেবা প্রদান করা হয় সে জন্য সরকারের নিকট অনুরোধ করেন তিনি।

এদিকে হাসপাতালের ক্যাম্পেইন বুথের দায়িত্বে থাকা স্বেচ্ছাসেবী গৌতম কুমার বিশ্বাস ঢাকাটাইমসকে বলেন, ফ্রি হার্ট ক্যাম্পেইনে সকাল থেকেই রোগীদের সমাগম ছিলো চোখে পড়ার মত। এসময় তাদের ছয়টি বুথের স্বেচ্ছাসেবীরা কথা বলারও ফুরসত পাচ্ছিলেন না। এ পর্যন্ত তারা প্রায় ৮০০ রোগীর নাম চিকিৎসার জন্য নিবন্ধিত করেছেন বলেও জানান তিনি।

(ঢাকাটাইমস/২৪অক্টোবর/আইআই/জেবি)