জাতীয় সাঁতারে ব্রোঞ্জ পেল ঝিনাইদহের দুই সাঁতারু

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৭, ২০:২৫

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস

৩২তম জাতীয় সাঁতারে দুইটি ব্রোঞ্জ পদক পেল ঝিনাইদহের পূর্বাঞ্চল সুইমিং ক্লাবের দুই সাঁতারু।

ঢাকার সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপে¬ক্সে ২২-২৪ অক্টোবর পর্যন্ত এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ সুইমিং ফেডারেশনের ব্যবস্থাপনায় ও সাইফ পাওয়াটেক লি. এই ইভেন্টের পৃষ্ঠপোষকতা করে।

বয়স ভিত্তিক এ সাঁতার প্রতিযোগিতায় ঝিনাইদহের পূর্বাঞ্চল সুইমিং ক্লাবের সাঁতারু ফয়সাল আহমেদ ও আঁখি খাতুন ২ টি ব্রোঞ্জ পদক লাভ করে।

পূর্বাঞ্চল সুইমিং ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম জানান, ২১টি নতুন জাতীয় রেকর্ডের মধ্য দিয়ে ৩২তম জাতীয় বয়স ভিত্তিক সাঁতার ও ড্রাইভিং ২৪ অক্টোবর সৈয়দ নজরুল ইসলাম জাতীয় সুইমিং কমপ্লেক্সে সমাপ্ত হয়েছে। প্রতিযোগিতার সমাপনী ও নৌ-বাহিনী প্রধান ও বাংলাদেশ সুইমিং ফেডারেশনের সভাপতি এডমিরাল নিজামউদ্দিন আহমেদ বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

গত ২২ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় দেশের প্রত্যন্ত অঞ্চল হতে ৩৬টি ক্লাবের ১হাজার সাঁতারু অংশগ্রহণ করেন।

৪৬ তম জাতীয় পর্যায়ে মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতায়ও সাঁতারে দেশসেরা হওয়ার গৌরব অর্জন করে ঝিনাইদহের ভূটিয়ারগাতি পূর্বাঞ্চল সুইমিং ক্লাবের সাঁতারুরা।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/প্রতিনিধি/ইএস)