সাপ ধরে যাওয়ার পথে দংশনে কবিরাজের মৃত্যু

প্রকাশ | ২৬ অক্টোবর ২০১৭, ২১:৩৪

চাঁদপুর প্রতিনিধি, ঢাকাটাইমস

শহরের পুরাণবাজারে বিষধর গোখরা সাপ ধরে বাড়ি যাওয়ার পথে সেই সাপের দংশনে লনী সাহা ওরফে টেইলার অপু (৪০) নামে এক কবিরাজের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার রাতে নিতাইগঞ্জ রাস্তার মাথায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী পালপাড়ার সুভাষ পোদ্দার ও বাবুল টিপরা জানান, আমাদের প্রতিবেশী কানাই সাহার রান্নাঘরে একটি বিষাক্ত সাপ প্রবেশ করে। খবর পেয়ে সাপ ধরার কবিরাজ লনী আজ সন্ধ্যায় সেই বাড়িতে যায়। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে কৌশলে সে প্রায় ৪ হাত লম্বা সাপটি ধরে ফেলে। সাপটি ছিলো গোখড়ো জাতের বিষধর সাপ। মুখ চেপে ধরে ঘরের বাইরে পালপাড়া মন্দিরের সামনে নিয়ে আসলে সাপটি এক নজর দেখার জন্য বহু মানুষ সেখানে ভিড় করেন। পরে কবিরাজ লনী কোনো পাত্রে বা বাক্সে সাপটি না রেখে হাতে করে খেলা দেখাতে দেখাতে নিজের বাড়ির দিকে রওনা হন। পথে সাপের কামড় দিলে চিকিৎসার অভাবে তার মৃত্যু হয়।

নিহতের জেঠাতো ভাই পার্থ সাহা জানান, নিতাইগঞ্জে আসার পর তার ভাই অটোরিকশা থেকে নেমে ভাড়া দিচ্ছিলেন। এরই ফাঁকে সাপটি লনীর হাতে কামড় দেয়। পরে সাপটি তিনি কুলিবাগান দিয়ে গিয়ে ডাকাতিয়া নদীর পাড়ে ছেড়ে দেন। সাপটি তাকে কামড় দিয়েছে বলে বাড়ির লোকজনকে জানান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক বমি করতে থাকেন। দ্রুত তাকে চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সাপেকাটা রোগীর চিকিৎসা হয় না বলে জানান কর্মরত চিকিৎসকরা। তারা কবিরাজ লনীকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যেতে বলেন। পরে চাঁদপুর বাস টামিনালের কাছে গেলে অ্যাম্বুলেন্সেই কবিরাজ লনী মারা যান।

(ঢাকাটাইমস/২৬অক্টোবর/প্রতিনিধি/ইএস)