তামাবিল স্থলবন্দর চালু হওয়ায় কর্মসংস্থান বাড়বে: মুহিত

প্রকাশ | ২৮ অক্টোবর ২০১৭, ১৮:৫৬

সিলেট ব্যুরো, ঢাকাটাইমস

সিলেটের গোয়ানঘাট উপজেলার তামাবিল স্থলবন্দর চালু হওয়ায় বাংলাদেশ-ভারত উভয় দেশ উপকৃত হবে বলে মন্তব্য করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এর ফলে কর্মসংস্থান বাড়বে ও দারিদ্রতা কমবে বলেও মনে করেন তিনি।

শুক্রবার সকাল ১১টায় তামাবিল স্থলবন্দরের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন মন্ত্রী।

প্রায় ২৩ দশমিক ৭২ একর ভূমির মধ্যে ৬৯ কোটি ২৬ লাখ টাকা ব্যয়ে এই স্থলবন্দর নির্মাণ করা হয় বলে কর্তৃপক্ষ জানিয়েছে। ২০১৪ সালে এর উন্নয়ন কাজ শুরু হয়েছিল বলে স্থলবন্দর কর্তৃপক্ষের ওয়েবসাইট থেকে জানা যায়।

অর্থমন্ত্রী বলেন, ২০৪১ সালে সত্যিই আমরা সমৃদ্ধ দেশে পরিণত হতে পারবো। গত ৯ বছরে দেখেছি, আমাদের দেশের মানুষ বাধা না পেলে নিজের জোরেই এগিয়ে যায়। সকলেই করিৎকর্মা। এখন আয় বেড়েছে মানুষের প্রচেষ্টায়।

মুহিত বলেন, ‘শেখ হাসিনার কিছু পাওয়ার দরকার নেই। তিনি এখন বিশ্বের শ্রেষ্ঠ নেত্রী। এই রকম সরকার আমাদের দেশে হয়েছে বলে আমি জানি না।’

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নৌ পরিবহনমন্ত্রী শাজাহান খান বলেন, শেখ হাসিনা ৯ বছরে ১১টি স্থলবন্দর চালু করেছেন। আরও দু’টি চালু করা হবে।

বাংলাদেশ স্থলবন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান তপন কুমার চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন, সিলেট-৪ আসনের সংসদ সদস্য ইমরান আহমদ, অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সিনিয়র সচিব ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মো. নজিবুর রহমান, নৌ পরিবহণ সচিব আব্দুস সামাদ প্রমুখ।

ঢাকাটাইমস/২৮অক্টোবর/ব্যুরো/এমআর