লালমনিরহাটে কমিউনিটিং পুলিশ দিবসে শিক্ষা উপকরণ বিতরণ

প্রকাশ | ২৮ অক্টোবর ২০১৭, ১৯:১৪

লালমনিরহাট প্রতিনিধি, ঢাকাটাইমস

বর্ণাঢ্য শোভাযাত্রা, আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যদিয়ে সারা দেশের ন্যায় লালমনিরহাটেও কমিউনিটি পুলিশিং দিবস উদযাপন করা হয়েছে। দিবসটি উদযাপনে জেলার ১হাজার গরিব ও মেধাবী শিক্ষার্থীর মাঝে শিক্ষা উপকরণ বিরতণ করা হয়।

আজ শনিবার জেলা পুলিশের কমিউনিটি সেন্টারে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন সংরক্ষিত নারী আসনের এমপি অ্যাডভোকেট সফুরা বেগম রুমী।

এতে জেলা প্রশাসক মোহাম্মদ শফিউল আরিফ, জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি সিরাজুল হক, লালমনিরহাট পুলিশ সুপার এস এম রশিদুল হক, সিভিল সার্জন ডা. কাশেম আলী, ক্যাপ্টেন (অব) আজিজুল হক বীর প্রতীক, জেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মিজানুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। পরে প্রীতি ফুলবল খেলা অনুষ্ঠিত হয়।

(ঢাকাটাইমস/২৮অক্টোবর/প্রতিনিধি/ ইএস)