ফ্রান্সে নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাথে আয়েবা নেতাদের সাক্ষাৎ

প্রকাশ | ২৯ অক্টোবর ২০১৭, ১৩:৩৭

ইউরোপ ব্যুরো, ঢাকাটাইমস

ফ্রান্সে বাংলাদেশ দূতাবাসে নবনিযুক্ত রাষ্ট্রদূত কাজী ইমতিয়াজ হোসেনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে অল ইউরোপিয়ান বাংলাদেশ অ্যাসোসিয়েশন (আয়েবা) নেতারা।

শনিবার বেলা ৩টায় প্যারিস্থ বাংলাদেশ দূতাবাসের বল রুমে আয়েবা মহাসচিব কাজী এনায়েত উল্লাহর নেতৃত্বে প্রতিনিধি দলটি নবনিযুক্ত রাষ্ট্রদূতকে স্বাগত ও ফুলেল শুভেচ্ছা জানান।

এসময় তারা ইউরোপে আয়েবা কার্যক্রম এবং কমিউনিটি উন্নয়নে দূতাবাসের ভূমিকা নিয়ে দুই ঘণ্টাব্যাপী পারস্পরিক আলোচনা করেন।

প্রতিনিধি দলে ছিলেন আয়েবার সহ-সভাপতি ফখরুল আকম সেলিম, সহ-সভাপতি ড. ফরহাদ আলী খান, যুগ্ম মহাসচিব শরীফ আল মমিন, এক্সকিউটিভ সদস্য টিএম রেজা, শুভ্রত ভট্টাচার্য্য, মাইনুল ইসলাম নাসিম, তাপস বড়ুয়া রিপন, কামাল মিয়া, এমদাদুল হক স্বপন, নাসিম আহমেদ প্রমুখ।
নবনিযুক্ত রাষ্ট্রদূত বাংলাদেশ কমিউনিটির স্বার্থে সকলের সাথে সুসম্পর্ক বজায় রাখার প্রত্যাশা ব্যক্ত করেন।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/সিকে/এলএ)