চিরিরবন্দরে কাভার্ডভ্যানচাপায় প্রাণ গেল শিশুর

প্রকাশ | ২৯ অক্টোবর ২০১৭, ১৫:৫৮

চিরিরবন্দর (দিনাজপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস

দিনাজপুরের চিরিরবন্দরে ওষুধ বহনকারী কাভার্টভ্যানচাপায় ফারজানা নামে তিন বছরের এক শিশু নিহত হয়েছে। সে উপজেলার নশরতপুর ইউনিয়নের রাণীপুর গ্রামের দেলোয়ার হোসেনের মেয়ে।

রবিবার বেলা ১১টার দিকে উপজেলার রাণীরবন্দর-চিরিরবন্দর সড়কের রাণীপুর দোবাড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, ফারজানা তার বাবার হাত ধরে রাস্তা পার হওয়ার সময় কাভার্টভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে ফারজানাকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে রাণীরবন্দর ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য এম. আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে সেখানে চিকিৎসক ফারজানাকে মৃত বলে ঘোষণা করে।

এ বিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন চিরিরবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. হারেসুল ইসলাম।

এ ঘটনায় উত্তেজিত জনতা ওষুধ বহনকারী কাভার্টভ্যান ও চালককে আটক করে নশরতপুর ইউনিয়ন পরিষদে নিয়ে যায়।

(ঢাকাটাইমস/২৯অক্টোবর/প্রতিনিধি/এলএ)