আয়কর মেলা শুরু হচ্ছে বুধবার

প্রকাশ | ৩০ অক্টোবর ২০১৭, ১৮:৪৩

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস
ফাইল ছবি

আগামী বুধবার থেকে শুরু হচ্ছে আয়কর মেলা। আগামী ১ থেকে ৭ নভেম্বর আটটি বিভাগীয় শহরে চলবে এই মেলা।

রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) নিজস্ব ভবনে আয়কর মেলা অনুষ্ঠিত হবে।

এনবিআরের জ্যেষ্ঠ তথ্য কর্মকর্তা সৈয়দ এ মু’মেন ঢাকাটাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আয়কর মেলা-২০১৭ উপলক্ষে আমাগমীকাল মঙ্গলবার জাতীয় রাজস্ব বোর্ডের সম্মেলন কক্ষে সংবাদ সম্মেলনের আয়োজন করেছে এনবিআর। সেখানে এবারের মেলার বিভিন্ন দিক তুলে ধরবেন এনবিআর চেয়ারম্যান নজিবুর রহমান।

আয়কর সম্পর্কে নাগরিকদের ধারণা দেয়া ও একই ছাদের নিছে আয়করের সব সেবা থাকছে আয়কর মেলায়।

 

এনবিআর সূত্র জানা গেছে, রাজধানীর আগারগাঁওয়ে নির্মাণাধীন এনবিআর ভবনসহ আটটি বিভাগীয় শহরে সাত দিনব্যাপী চলবে এবারের আয়কর মেলা। জেলা শহরে চলবে চারদিন ও ৮৭ উপজেলায় দুইদিন করে চলবে এবারের মেলা। অন্যান্যবারের মতো এবারো মেলায় করদাতাদের সব ধরনের তথ্যসেবা দেবেন কর্মকর্তারা।

২০১০ সালে প্রথমবারের মতো আয়কর মেলা চালু হয় জানিয়ে সৈয়দ এ মু’মেন বলেন, প্রতিবছরই এ মেলার পরিধি বাড়ছে।

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/জেআর/জেডএ)