‘বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়তে এগিয়ে আসতে হবে তরুণদের’

প্রকাশ | ৩০ অক্টোবর ২০১৭, ২০:০৫

নিজস্ব প্রতিবেদক, ঢাকাটাইমস

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এনামুল হক শামীম বলেছেন, ‘বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার লক্ষে দেশকে অর্থনৈতিকভাবে শক্তিশালী করতে তরুণ প্রজন্মকে এগিয়ে আসতে হবে। একটি সুন্দর সমাজ গঠনে শেখ হাসিনা তরুণদের নিয়ে স্বপ্ন দেখেন। সেই স্বপ্ন বাস্তবায়নের দায়িত্ব আজকের তরুণ প্রজন্মের।’

সোমবার ধানমন্ডি ২৭ নম্বরে ডেমোক্রেসি ইন্টারন্যাশনালের উদ্যোগে রাজনৈতিক নেতৃত্ব বিষয়ক প্রশিক্ষণে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন।

ছাত্রলীগের সাবেক এই সভাপতি বলেন, ‘মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে চূড়ান্ত বিজয় বা স্বাধীনতা অর্জন করলেও জাতির পিতাকে হত্যা করায় আমরা কাঙ্ক্ষিত মানের সামাজিক, অর্থনৈতিক ও রাজনৈতিক উন্নয়ন করতে পারিনি। বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নের জন্য তার কন্যা জননেত্রী শেখ হাসিনা দিনরাত কাজ করছেন। তার নেতৃত্বে দেশ আজকে উন্নয়নের মহাসড়কে। শেখ হাসিনা মানে বাংলাদেশের উন্নয়ন, গণতন্ত্র, স্বাধীণতা সার্বভৌমত্ব। তিনি ক্ষমতায় থাকলে দেশ এগিয়ে যাবে।’

শামীম বলেন, ‘তথ্য ও প্রযুক্তির এই বিশ্বকে নেতৃত্ব দিতে এদেশের তরুণ প্রজন্মকে একটি উন্নত ও সহনশীল দেশ ও জাতি গঠনে এগিয়ে আসতে হবে। আমাদের সবাইকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে একযোগে দেশের উন্নয়নে কাজ করতে হবে।’

(ঢাকাটাইমস/৩০অক্টোবর/টিএ/জেবি)