মাধবপুরে চা শ্রমিকের মেয়েকে ‘পাশবিক নির্যাতন’

প্রকাশ | ৩১ অক্টোবর ২০১৭, ২২:৩৪

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি, ঢাকাটাইমস

হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানে যাত্রাপালা দেখতে গিয়ে এক চা শ্রমিক কন্যা পাশবিক নির্যাতনের শিকার হয়েছে বলে অভিযোগ উঠেছে। মঙ্গলবার ভোরে উপজেলার সুরমা চা বাগান এলাকার রেঙ্গু টিলায় এ ঘটনা ঘটে। 

ওইদিন বিকালে ধর্ষিতার মা ও বাবা মেয়েকে নিয়ে মাধবপুর থানায় অভিযোগ করেন।

সুরমা চা বাগানের ৯নং বস্তির ধর্ষিতার মা কবিতা মুন্ডা জানান, জগধাত্রী পূজা উপলক্ষে রেঙ্গু টিলায় যাত্রা পালা চলছিল। তার মেয়ে  সোমবার রাতে যাত্রা পালা দেখতে যায়। আসরে বসা থাকা অবস্থায় একই এলাকার বাচ্চু মুন্ডার ছেলে মিঠুন মুন্ডা তাকে বাড়িতে পৌঁছে দেয়ার কথা বলে একটি নির্জন স্থানে নিয়ে পাশবিক নির্যাতন করে। মেয়েটি বাড়িতে এসে কান্নাকাটি করে নিযার্তনের কথা জানায়।

মাধবপুর থানার সেকেন্ড অফিসার এসআই  মুসলেহ উদ্দিন জানান, মহিলা পুলিশের মাধ্যমে নির্যাতনের শিকার মেয়েটির বক্তব্য নেয়া হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।

(ঢাকাটাইমস/৩১অক্টোবর/প্রতিনিধি/এলএ)